About Me

আমি আসাদুজ্জামান নয়ন । সংক্ষেপে লিখি নয়ন আসাদ । নিজের সম্পর্কে বলার বিশেষ কিছু এখনো নেই তবে অনিন্দ্য সুন্দর একটি পৃথীবীতে থাকার স্বপ্ন নিজেকে তাড়িয়ে বেড়ায় মুহুর্তে মুহুর্তে ।মনে নেই কখন প্রথম সামর্থকে ডিঙিয়ে বৃত্তের বাইরে নিজের আকাশ দেখা শুরু করেছিলাম। তারপর অনেক জল বয়ে গেছে যমুনায়…. কত জল মেঘ হয়েছে …কত জল বৃষ্টি হয়েছে …. কেউ তার হিসাব রাখেনি …… হঠাৎ ঘুম থেকে জেগে দেখি স্বপ্নেরা মরে নি। আরো ডালপালা ছড়িয়েছে নিজের সীমানায়…… বহুদুর যেতে হবে। তাই তাড়া….